দীর্ঘদিনের নকশা আর পরিকল্পনা নিয়ে অবশেষে শেষ করলাম মেশিন তৈরি। এটা হল
Concrete Hollow block বানানোর মেশিন এই মেশিনটি দিয়ে প্রতিদিন বার শত
থেকে পনের শত Block তৈরি করা যাবে। প্রতিদিন অফিস শেষ করে সাড়ে 10 টা থেকে
11 টা পর্যন্ত মেশিন তৈরির কাজে ব্যস্ত ছিলাম এখনো আমার খুবই ভালো লাগে যে
আমি সফল হয়েছি। আসলে মেশিন তৈরি করা আমার প্রধান উদ্দেশ্য নয়। আমার
একমাত্র উদ্দেশ্য হল কিভাবে পৃথিবীর সবুজ শ্যামল কে ধরে রাখা যায়, কিভাবে
গাছপালা নষ্ট না করে ইটের বিকল্প ইট তৈরি করা যায,কিভাবে কালো
ধোঁয়া না ছেরে পরিবেশবান্ধব ইট তৈরি করা যায়। আমাদের ঢাকা শহর বায়ু
দূষণের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় তম অবস্থানে আছে। বাংলাদেশে শুষ্ক
মৌসুমে সকল ইটভাটা থেকে প্রায় প্রতিবছর এক কোটি টন গ্রিনহাউস গ্যাস সহ
নানা ক্ষতিকর উপাদান বায়ুতে নির্গত হয়। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের
অন্যতম কারণ হলো এটাই । তাই এ দূষণ থেকে বাঁচার জন্য আমাদের সকলের
প্রচেষ্টায় একান্তই জরুরি । এছাড়াও আমাদের ফসলি জমি বা উর্বর মাটি থেকে
উৎপাদন হচ্ছে ইট ।তাতে আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে । এবং ফসলি জমি
নষ্ট হচ্ছে ।১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ হেক্টর আবাদি জমি নষ্ট
হয়েছে। এবং গাছপালা নিধন করে গ্রামের অনেক ইটের ভাটা পোড়ানো হয়। হাউজ
বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর গবেষনালব্ধ একটি ফল হলো concrete block,
অবশ্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে concrete block দিয়ে ঘর বাড়ি নির্মাণ
করা হয় ,যেমন প্রথমে শুরু হয় আমেরিকায় তারপর ইউরোপে এবং বর্তমানে ভারতের
পশ্চিমবঙ্গ ,ফিলিপাইন, মায়ানমার ,তাইওয়ান ,চীন সহ বাংলাদেশে উৎপাদন শুরু
হয়েছে। আমিও পরিবেশকে ভালবেসে বাংলাদেশ সরকারের ৫ম পঞ্চম বার্ষিক
পরিকল্পনা এবং হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট চাওয়া-পাওয়াকে সফল করার
জন্য ক্ষুদ্র পরিসরে উদ্যোগ নিয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
No comments