Complete range of construction Machinery

Complete range of construction Machinery

What is Concrete Block, why we shoul use it ? কংক্রিট ব্লক কি এবং কেন ব্যবহার করবো?

কংক্রিট ব্লক কি?

Concrete Hollow Block হল Eco friendly অর্থাৎ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী, যাহা ইটের পরিবর্তে ওয়াল গাঁথুনীর কাজে ব্যবহার করা হয়। সিমেন্ট বালু পাথরের কনা অথবা  Sylhet sand আনুপাতিক হারে ব্যবহার করে Block তৈরি করা হয়। Block তৈরি করতে কোন গ্যাসের প্রয়োজন হয় না, কয়লা পোড়ানো প্রয়োজন হয় না,গাছপালা নিধন এর প্রয়োজন হয়না, উর্বর জমির মাটির প্রয়োজন হয় না এবং কোনো প্রকারে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না সর্বোপরি বলা যায় এটা পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী। 


কংক্রিট ব্লক কেন ব্যবহার করবো?


Block ব্যবহার করে বাড়ি ঘর নির্মাণে শতকরা ৩০ ভাগ খরচ কম হবে।
একটি Block পাঁচটি ইটের সমান, Block এর মাঝখানে ফাঁকা হওয়াতে ইটের তুলনায় ব্লকের ওজন অনেক কম। বিধায় ভবন এর ওজন কমে যায় ফলে ভূমিকম্প সহনশীল হয় এছাড়াও মাঝখানে ফাঁকা থাকায় ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এসি ঘরের মতো। যেমন গরমের দিনে ঘরের চেয়ে বাহিরে তাপমাত্রা বেশি থাকে এবং শীতের দিনে ঘরের চেয়ে বাইরের তাপমাত্রা কম থাকে। তাই বাহিরের তাপমাত্রা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারায় গরমের দিনে ঘরের তাপমাত্রা ঠান্ডা থাকে এবং শীতের দিনে ঘরের তাপমাত্রা উষ্ণ থাকে। এছাড়াও শব্দ নিরোধক হিসেবে কাজ করে।





আর্থিক সুবিধাবলীঃ

১ টি ব্লক ৫ টি ইটের সমান !!!
আসুন এবার দেখি একটি ব্লক দিয়ে গাঁথুনি দিলে কতটুকু একবারে নির্মাণ হয় ?  
ব্লক এবং ইটের দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা থেকে আয়তন নির্ণয় করে খুব সহজে বের করা যায়

ব্লক    ১৫.৭৫××৪.৫=৫৬৭ ঘন ইঞ্চি 
ইট     ৯.৫×২.৫×৪.৫=১০৬.৮৭৫ ঘন ইঞ্চি
ব্লকের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ দিলে একটি ব্লক কয়টি ইটের সমান তা বের হয়ে যায়।
১ টি ব্লক ৫৬৭÷১০৬.৮৭৫ = ৫.৩০৫ টি ইট।

কংক্রিট ব্লক           ইট
তুলনা                     # ১ টি ব্লক                 ৫টি ইট
দাম                       # ৪৫ টাকা                 (×৯)=৪৫ /-
মজুরী ও মসলা সহ  # (৪৫+১০)              {৪৫+(৫×৬)}
                             =৫৫/-                           =৭৫/-
প্লাসটার                ৬-১০মিলি                ২০মিলি
(কোন কোন  প্লাসটার   লাগেনা )



 * সর্বনিম্ন (২৫-৩০)% খরচ সাশ্রয় হয়
* এখানে দেখা যাচ্ছে যে ইটের তুলনায় ব্লকে মসলা খরচ হয় ৩ গুন কম।
* তাহলে ওজন ও কমে ৩ গুন এবং লেবার খরচ ও কম হয় ।
* পার্টিশন ওয়ালে প্লাসটার না দিলে রুমের আয়তন ও বেড়ে যাবে ।


কংক্রিট ব্লক            ইট
ওজন                  # ১৩.৫ কেজি               ১৫.০ কেজি
গাথুনির মসলা   #    ১.০ কেজি                ২.৫ কেজি
প্লাসটার             #    ১.০ কেজি                ৩.০ কেজি

মোট ওজন       #  ১৫.৫ কেজি               ২০.৫ কেজি

তাহলে দেখা গেল প্রতিটি ব্লকের গাথুনিতে গড়ে ৫ কেজি ওজন কমে যায়।
প্রকৌশলীদের মতে নির্মাণে (৩৫-৪০)% ওজন কমে যায়।


ব্যাবহারিক সুবিধাবলীঃ


  • হলো ব্লকের মাঝখানে ফাকা থাকায় প্রথম পার্টে তাপ লাগে কিন্তু দ্বিতীয় পার্টে তাপ পৌছায় না, ফলে ব্লকের ঘরের তাপমাত্রা নিওন্ত্রনে থাকে এসি ঘরের মত। অর্থাৎ তুলনামুলকভাবে গরমের দিনে ঘরের তাপমাত্রা শিতল ও শিতের দিনে ঘরের তাপমাত্রা গরম নুভব  হয়। কিন্তু ইট সরাসরি তাপ  শোষণ করায় গরমের দিনে ধিক গরম  ও শীতের দিনে অধিক ঠাণ্ডা লাগে।
  • গবেষণায়ে দেখা যায় যে হলো ব্লকের ঘরের তুলনায়ে ইটের ঘরে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার  পার্থক্য থাকে।
  • সর্বোপরি  হলো ব্লক শব্দ, অগ্নি  ও তাপ নিরোধক হিসেবে কাজ করে
  • গাঁথুনি ও প্লাসটার এর কাজের পূর্বে ইটের মত পানিতে ভেজাতে হয়না ,ফলে কাজের গতি ত্বরান্বিত হয়
  • কংক্রিট হলো ব্লকের পানি শোষণ  ক্ষমতা কম থাকায়  ইটের ওয়ালের  মত ড্যামেজ হয় না, নোনায় ধারেনা ,ফাঙ্গাস পরেনা বলে এটি  টিকসই ও দীর্ঘস্থায়ী।
  • সাধারণ ইটের তুলনায়ে ওজন কম  হওয়ায় স্থাপনা হয় হালকা, এতে স্থাপনার  আয়ূ বাড়ে।


পরিবেশ সংক্রান্ত সুবিধাবলীঃ
  • পরিবেশ বান্ধব  ও ভুমিকম্প  সহনশীল ।
  • কাঁচা মাটির তৈরি নয়  বলে  প্রতিবছর ফসলী জমির উর্বর মাটিকে রক্ষা করে খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে। পরিসংখানে বলা হয়েছে ইট ভাঁটার ফলে  ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ হেক্টর আবাদি জমি  ধ্বংস  হয়েছে ।
  • ইট  তৈরির মতো কাঠ ,কয়লা বা গ্যাস পোড়ানর  প্রয়োজন হয়না। ফলে এতে বনজ সম্পদ  ও  শক্তির সাশ্রয় হয়। ইটভাটা থেকে প্রায় প্রতিবছর এক কোটি টন গ্রিনহাউস গ্যাস সহ নানা ক্ষতিকর উপাদান বায়ুতে নির্গত হয়। যা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ।
  • পরিবেশের কোন ক্ষতি হয়না । তাই সারাবছর কংক্রিট ব্লক উৎপাদন ও ব্যবহার করা যায়।

6 comments:

Powered by Blogger.