Complete range of construction Machinery

Complete range of construction Machinery

জিআই তারের নেট বানানো মেশিন / GI Net Making Machine / নেট মেশিন / Net Machine


নেটের বেড়া সাধারণত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় যারা প্রাথমিকভাবে শুরু করতে চান তাদের জন্য একটি ম্যানুয়াল মেশিন যথেষ্ট

মেশিনের মূল্য ২৩০০০- ৩০০০০/-
সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি
এবং মেশিন চালানো মেশিনের প্রাথমিক সমস্যা খুঁটিনাটি বিষয়গুলো আমরা শিখিয়ে দেই


  • শ্রমিক এবং উৎপাদনঃ


ম্যানুয়াল মেশিন এর জন্য থেকে জন শ্রমিক লাগে এবং সর্বোচ্চ তিন থেকে পাঁচ কয়লা উৎপাদন করা যায় প্রতিদিন


  • জমির পরিমানঃ

- শতাংশ কাঁচা,পাকা বা সেমি পাকা ঘর আথবা খোলা যায়গায় করতে পারেন তবে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য রাখার জন্য  অবশ্যই নিরাপত্তা স্মবলিত ঘরের বাবস্থা করতে হবে

  • চাহিদাঃ


বিভিন্ন গবাদিপশুর খামারে, মুরগির খামার,সরকারি-বেসরকারি নার্সারিতে এবং উঁচু শস্য ক্ষেতে ব্যবহার উপযোগী তারের জালের বেড়া যথেষ্ট ব্যায় সাশ্রয়ী তাই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে

  • বেড়া তৈরীর পদ্ধতিঃ


কংক্রিটের পিলার অথবা অ্যাঙ্গেল বারের সাথে টেনে ওয়েল্ডিং করে দিলে খুব মজবুত হয় এবং দীর্ঘস্থায়ী হয় খুব স্বল্প সময়ে অনেক জায়গা তারের নেট দিয়ে বেড়া দেওয়া সম্ভব

পরিমাপঃ
তারের নেটের ফাঁকা বা ছিদ্র বিভিন্ন মাপের হয়ে থাকে যেমন
৫সেঃমিঃx৫সেঃমিঃ
৭সেঃমিঃx৭সেঃমিঃ
১০সেঃমিঃx১০সেঃমিঃ ইত্যাদি
তারের পরিমাপ বিভিন্ন রকম হয় যেমন
১০ নাম্বার, ১২ নাম্বার ১৪ নাম্বার
তারের নাম্বার এবং ফাঁকা বা ছিদ্রের উপর মূল্য কম বেশি হয়ে থাকে

  • কাঁচামালঃ


তারের বেড়া তৈরির একমাত্র প্রধান কাঁচামাল হচ্ছে তারের কয়েল প্রতি ৫০ কেজিতে এক কয়েল কোয়েলের দাম তারের কোয়ালিটি এবং মোটা চিকন এর উপর নির্ভর করে যেমনঃ

১০/১২ নাম্বারের তারের কয়েলের দাম  ৪০০০ টাকা
প্রতি কেজির দাম ৪০০০÷৫০=৮০ টাকা

১৪ নাম্বারের তারের কয়েল এর দাম ৪৬০০ টাকা
প্রতি কেজির দাম ৪৬০০÷৫০=৯২ টাকা


  • লাভ ক্ষতির হিসাবঃ




No comments

Powered by Blogger.